বংশীহারি, ২২ জুলাই : দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি মোল্লাপাড়া এলাকা থেকে চুরি যাওয়া বোলেরো পিকআপ ভ্যান আলিপুরদুয়ার থেকে উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গত ২০ ই জুলাই মোল্লাপাড়ার স্বপন কুমার মন্ডল তার পিকআপ ভ্যান টি চুরি হয়েছে বলে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার তদন্তে নেমে স্বপন কুমার মণ্ডলের ভাই গৌতম মন্ডলকে আটক করে বংশীহারী থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বুধবার আলিপুরদুয়ারের বারোবিসা এলাকা থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে পুলিশ। এই গাড়ি চুরির সঙ্গে জড়িত গৌতম মন্ডলকে গ্রেফতার করেছে বংশীহারী থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিৎ সরকার বলেন, গত আড়াই বছরে বংশীহারি থানা এলাকায় গাড়ি চুরির ঘটনা ঘটে নি৷ গত ২০ ই জুলাই একটি গাড়ি চুরির অভিযোগ পেতেই নড়েচড়ে বসি। সেই মতো তৈরি হয় তদন্তকারী দল। গাড়ির মালিকের ভাই গৌতম মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে গোটা ঘটনা। এরপর আলিপুরদুয়ার থেকে ওই পিক আপ ভ্যানটি উদ্ধার করে আনা হয়।
আরও খবর পড়ুন : গৃহবধূ হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ