নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৯ অক্টোবর : ফের প্রচুর পরিমানে বেআইনি মদ বাজেয়াপ্ত করলো করলো উত্তর দিনাজপুর জেলা আবগারি দপ্তর। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে ডালখোলার ভুষামনি দ্বীপচর এলাকায়। জানা গিয়েছে শুক্রবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গ আবগারি দপ্তরের মালদা ডিভিশনের এ্যাডিশনাল সুপারেনডেন্ট গৌতম দাসের উপস্থিতিতে উত্তর দিনাজপুর আবগারি দপ্তরের কর্মীরা অভিযান চালায় ডালখোলা ভূষমনির স্থানীয় দ্বীপচর এলাকায়।
সেখানকার একটি গোপন ডেরা থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার বিদেশি লেভেল লাগানো ভেজাল মদ ও কাঁচা স্পিরিট উদ্ধার করেন তারা। এরই সাথে মদ তৈরির বেশ কিছু যন্ত্রপাতিও উদ্ধার করা হয়। । রায়গঞ্জ আবগারি দপ্তরের ওসি কাকলি চন্দন বলেন,” মদের বোতলগুলি বিহারে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিলো বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। এই কারবারের সঙ্গে কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।