নিউজ ডেস্ক , করণদিঘি , ১০ অক্টোবর : প্রতি বছরের মতো এবারেও দুর্গা পুজো কমিটি গুলিকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এবারে অনুদানের পরিমাণ ৫০ হাজার টাকা। কারণ এই করোনা আবহে পুজো উদ্যোক্তারা চাঁদা সংগ্রহ করতে পারছে না। তাই রাজ্যের পুজো কমিটি গুলিকে এই আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয় কিছুদিন আগেই।
রাজ্যের প্রতিটি জেলাতে পুলিশ প্রশাসন এই অনুদানের চেক বিতরণ করছে। শনিবার উত্তর দিনাজপুর জেলাতেও পুজো কমিটি গুলিকে চেক প্রদানের কাজ শুরু করল পুলিশ প্রশাসন। শনিবার করণদিঘি থানা এলাকার ৫৯ টি পুজো কমিটিকে অনুদানের চেক তুলে দেওয়া হল থানার পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মনোদেব সিনহা, করণদিঘি থানার আইসি দেবব্রত ঝা ও বিমল সেটিয়ার প্রমুখ। পুজো উদ্যোক্তারা বলেন, পুজোর আর বেশিদিন দেরি নেই। করোনা আবহে পুজোর আয়তন ছোটো হলেও দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্বল্প বাজেটের মধ্যেও পুজোর আয়োজন করতে হচ্ছে। এমতাবস্থায় রাজ্য সরকারের এই অনুদানের ওপরেই মূলত পুজোর প্রতিমা, প্যাণ্ডেল সবকিছুই নির্ভর। তাই পুজোর কিছুদিন আগেই চেক মেলায় খুশি পুজো উদ্যোক্তারা।