চাঁচল, ১০ সেপ্টেম্বর : রাস্তা নির্মাণের কাজে বেনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামবাসীরা। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল-১ নং ব্লকের খরবা অঞ্চলের নৈকান্দা গ্রামে।উল্লেখ্য আশাপুর থেকে নৈকান্দা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল।
ফলে রাস্তাটি সংস্কারের দাবী জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। সেই মোতাবেক প্রায় ছয়মাস আগে পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে ওই রাস্তার ৫৫০ মিটার অংশ ঢালাই করা হয়। অভিযোগ,তিন দফায় কাজ হলেও তা অত্যন্ত নিম্নমানের। রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্পদিনের মধ্যেই রাস্তার কঙ্কালসার অবস্থা হয়েছে বলে অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীদের।এই ঘটনায় শুক্রবার প্রকল্পের ফলক নিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা আখতার হোসেনের অভিযোগ, রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে আশাপুর থেকে নৈকান্দা প্রায় বেহাল দুই কিমির মধ্যে মাত্র ৫৫০ মিটার অংশ সংস্কার করা হয়।কিন্তু মাস ছয়েকের মাথায় রাস্তাটি ফের সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে।নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারনে রাস্তার সিংহভাগ অংশই বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। অন্যদিকে চাঁচল-১ ব্লক যুব তৃণমূল কমিটির সহ সভাপতি রাহানুল হক বলেন, রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে মাত্র ছয়মাস আগে প্রায় একত্রিশ লক্ষ টাকা ব্যয় করে সংস্কার করা রাস্তাটির পুনরায় মেরামতির প্রয়োজন হয়ে পড়েছে।নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই রাস্তার অবস্থা পুনরায় বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি।এব্যাপারে ব্লক ও মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে গ্রামবাসীদের তরফে।অন্যদিকে গোটা প্রকল্পটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায়।