গাজোল, ১১ সেপ্টেম্বর : বর্তমানে রান্নার গ্যাসের মূল্য প্রায় হাজারের ঘর ছুই ছুই। এমতো অবস্থায় মাথায় হাত সাধারণ মানুষের। এছাড়াও করোনাকালে একটি বড় অংশের মানুষের রোজগারের সংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে৷
এই পরিস্থিতিতেই সমস্ত জিনিসের বাজারদর আকাশছোঁয়া৷ তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ ফলে রান্নার গ্যাস কিনতে হাত পুড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের বিকল্প জ্বালানি হিসেবে পাটকাঠি কেই বেছে নিয়েছেন মহিলারা। সেইমতো পাটকাঠির আঁশ ছাড়াতে ব্যস্ত এলাকার মহিলারা।এমনই ছবি দেখা গেল গাজোল ব্লকের করকচ অঞ্চলের আহরা এলাকায়। মহিলারা জানান, করোনা আবহে লকডাউনের জেরে সাংসারিক আয় অনেকটাই কমেছে পাশাপাশি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে দিন আনি দিন খাওয়া দিনমজুর সংসারে অতো টাকা দিয়ে গ্যাস কেনা সম্ভব নয়৷ তাই বিকল্প জ্বালানি হিসেবে পাটকাঠিকেই বেছে নিয়েছি।