নিউজ ডেস্ক :সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বক্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা একযোগে মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন। ব্রাত্যবসু থেকে সাবিনা ইয়াসমিন তৃনমূল সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজেপি ও বামেরা। প্রসঙ্গতঃ সাংগঠনিক দায়িত্ব গ্রহনের পর বুধবার প্রথম উত্তর দিনাজপুর জেলায় এসে দলীয় নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
আরও পড়ুন চাকরী পাবেন দলীয় কর্মীরা বললেন প্রতিমন্ত্রী সাবিনা
এদিন রায়গঞ্জ শহরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে বক্তব্য রাখেন তিনি। একদিকে যখন সাম্প্রতিককালে এরাজ্যে নিয়োগ দূর্নীতি চর্চার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে। তখন এদিন সাবিনা বলেছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পাবেন দলীয় কর্মীরাই। এদিন মন্ত্রী ঠিক কি বলেছিলে শুনুন একবার।
আরও পড়ুন টাকার বিনিময়ে জমির রেকর্ড পরিবর্তনের অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে
মন্ত্রীর এই মন্তব্য ঘিরেই তৈরী হয়েছে তীব্র বিতর্ক। এবিষয়ে প্রতিক্রিয়া দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি একযোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে কটাক্ষ করেন। পাশাপাশি তৃণমূলের ‘মেধা’ মন্তব্য নিয়েও প্রশ্ন তোলেন বাসুদেব বাবু।
আরও পড়ুন জেলায় প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
অন্যদিকে একইভাবে রাজ্যের ২ মন্ত্রীকে এই প্রসঙ্গে আক্রমন সানান সিপিএমের জেলা সম্পাদক মন্ডলির সদস্য উত্তম পাল। দূর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারের সমালোচনায় সরব হন তিনি। তার দাবী বামেদের আমলে নীতির মধ্যে দিয়ে নিয়োগ হত।
আরও পড়ুন হিমঘরের বাইরে বাড়ছে আলুর গাড়ির সংখ্যা
অন্যদিকে নিয়োগ মন্তব্য নিয়ে বিরোধী দলের সমালোচনার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানান, সাবিনা ইয়াসমিনের মন্তব্যের ভুল ব্যখ্যা করা হচ্ছে।সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দূর্নীতি প্রসঙ্গ ঘিরে ক্রমশই রাজনীতির পারদ চড়ছে। যুযুধান শাসক বিরোধী শিবির।