গাজোল, ১৯ জুন : একুশের বিধানসভা নির্বাচন পেরিয়ে গেলেও দলবদল অব্যাহত গেরুয়া শিবিরে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে একের পর এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।
ফের ভাঙন পদ্ম শিবিরে। এবারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য জয়শ্রী টুডু। শনিবার গাজোল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদানকারীর হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক প্রসাদ, গৌর চক্রবর্তী, মকসেদুর রহমান সহ অন্যান্যরা৷ উল্লেখ্য, গাজোল পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৪২ টি। সেখানে তৃণমূল কংগ্রেস ২৩টি, বিজেপি ১৮ এবং সিপিএম এর একটু আসন রয়েছে। তবে নির্বাচনের পূর্বে তৃণমূলের তিনজন সদস্য বিজেপিতে যোগ দেন। যদিও পরবর্তীতে তারা ফের তৃণমূলে ফিরে আসে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের ২ জন এবং বিজেপির এক সদস্যের মৃত্যু হওয়ায় আসন সংখ্যা দাড়ায় ৩৯ টি। তবে এদিন একজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ টি।