নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৭ মার্চ : নতুন ভোটারদের ভোটদান পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নানা ধরনের পন্থা নিয়েছে মালদা জেলা প্রশাসন। এই কর্মসুচীর অঙ্গ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে সূচনা হল এপিক সেন্টারের।
বুধবার জেলা প্রশাসন ভবনের নীচ তলায় এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।এদিন এই কেন্দ্রের সূচনাপর্বে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী সহ অন্যানারা। উল্লেখ্য এই কেন্দ্রটি জেলা প্রশাসনভবনের দোতলায় ছিল এতদিন। সেভাবে এই কেন্দ্রটি সাধারণ ভোটারদের জ্ঞাত ছিল না। ফলে এই কেন্দ্রের পদাপর্ণ হত না নতুন ভোটাধিকারীদের। এই বিষয়টি মাথায় রেখেই ভবনটি একতলায় সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এখন থেকে সারাবছর এই কেন্দ্রটি খোলা থাকবে। নতুন ভোটাররা তাদের নাম তোলবার পরেই চাইলে এখানে এসে ভোটদানের খুটিনাটি পদ্ধতি সম্পর্কে জানতে পারবে।এই প্রসঙ্গে এদিন জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, ভোটদানপদ্ধতি সম্পর্কে নতুন ভোটারদের ওয়াকিবহাল করতেই এই কেন্দ্রের সুচনা। ইভিএম মেশিন, ভিভিপ্যাটের খুটিনাটি বিষয় সম্পর্কে জ্ঞাত হতে পারবেন তারা। এই কেন্দ্রটিকে আকর্ষণীয় করতে রাখা হয়েছে সেল্ফি জোনও।এছাড়াও ভোটদানে আগ্রহ বৃদ্ধিতে জেলার বিভিন্ন প্রান্তে একটি মোবাইল ভ্যান পরিভ্রমণ করছে বলে জানিয়েছেন জেলাশাসক রাজর্ষি মিত্র।