নিউজ ডেস্ক , ১৬ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের প্রতিবাদে আন্দোলন জারি রয়েছে কৃষকদের। আইন বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন কৃষকরা। যদিও আইন প্রত্যাহার না করার কথাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। আর এদিকে কেন্দ্র ও কৃষকদের লড়াইয়ের প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের বণিকসভাগুলি।
গত তিন সপ্তাহ ধরে দিল্লি সীমানার একাধিক জায়গা অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত কৃষকেরা। হাজার হাজার কৃষক কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছেন। এই আন্দোলনের জেরে প্রতিদিন অর্থনীতিতে কয়েক হাজার টাকার ক্ষতি হচ্ছে. প্রভাব পড়ছে কেন্দ্রীয় রাজস্বের উপরেও। বণিকসভা অ্যাসোচেম জানিয়েছে, চলতি কৃষক আন্দোলনের জেরে প্রতি দিন অর্থনীতিতে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তিন সপ্তাহ ধরে আন্দোলনের জেরে কমপক্ষে ৭৫ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের অর্থনীতিকে এই কৃষক আন্দোলন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এসোচামের প্রধান নিরঞ্জন হিরানন্দনী জানান, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের সম্মিলিত অর্থনীতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা। কৃষকদের আন্দোলনের জেরে রাস্তা, টোল প্লাজা ও রেল পরিষেবা বন্ধ থাকায় অর্থনৈতিক কাজকর্ম কার্যত থমকে গিয়েছে। বস্ত্র, গাড়ি উপাদান, সাইকেল, ক্রীড়া সামগ্রীর মতো শিল্পগুলি বড়দিনের আগে তাদের রফতানি অর্ডারগুলি পূরণ করতে সক্ষম হবে না, তা নিয়ে রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে।