নিউজ ডেস্ক, ০৯ ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের জন্য এবারে যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে পেট্রোল-ডিজেলের ব্যবস্থা করল শিরোমণি অকালি দল। বুধবার দিল্লি অমৃতসর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ডিজেল কৃষকদের সরবরাহ করা হয়।
কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি হরিয়ানা সীমান্তে টানা বিক্ষোভ চলছে কৃষক সংগঠনগুলির। পাঞ্জাব, হরিয়ানার পাশাপাশি অন্যান্য রাজ্যের কৃষকরাও আন্দোলনে অংশ নিচ্ছেন প্রতিদিন। এবারে এই অংশগ্রহণকারী কৃষকদের যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে পেট্রোল, ডিজেলের ব্যবস্থা করল শিরোমণি অকালি দল। বুধবার দিল্লি-অমৃতসর জাতীয় সড়কের ধারে অবস্থিত পেট্রল পাম্পগুলি থেকে কৃষকদের গাড়িতে পেট্রোল-ডিজেল ভরিয়ে দেওয়া হয়। দলের নেতা গুলশন সিংয়ের বক্তব্য, কেন্দ্র যে কৃষি আইন এনেছে তা কৃষকদেরকেই ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাই সর্বনাশা এই আইন বাতিলের দাবিতে আন্দোলন আরও জোরদার করতে যাতে কৃষকেরা কোন সমস্যায় না পড়ে যাতায়াতের ক্ষেত্রে তাই তাদেরকে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে।