নিউজ ডেস্ক , উত্তর দিনাজপুর , ৩০ সেপ্টেম্বর : দু কূল ছাপিয়ে নদীর জলে চারিদিকে থই থই অবস্থা। এমন পরিবেশে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের শহর, শহর সংলগ্ন এলাকা ও গ্রামাঞ্চলে এখন শুধুই মাছ ধরার হিড়িক চোখে পড়ছে। বন্যা পরিস্থিতির মধ্যেই যত্রতত্র দেখা যাচ্ছে জমা জলের ধারে বসে ছিপ দিয়ে মাছ ধরছে স্থানীয় বাসিন্দারা। করোনা পরিস্থিতিতে কাজকর্মের ঢিলে অবস্থা দেখা যাচ্ছে বিগত কয়েক মাস ধরেই। গ্রামের মানুষ কর্মহীন হয়ে পড়ে এখন শুধু সময় কাটাচ্ছেন মাছেদের গতিবিধির উপর নজর রাখার কাজে। অন্যদিকে, যত্রতত্র জমা জলে ছোট জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত বহু মানুষ। তাদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে বাজারের শাকসবজি সহ অন্যান্য জিনিস পত্রের দাম এখন আকাশছোঁয়া।
সেসব কিনে খেতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। তাই মাছই এখন রোজকার পাতে এখন একমাত্র সম্বল। অন্যদিকে, গ্রামীণ এলাকার শিক্ষিত যুবকরা বলছেন, বানভাসি পরিস্থিতিতে গরিব মানুষের মন খারাপ। তার উপর আর্থিক পরিস্থিতি ভালো নয়। এর মধ্যেই মাছ ধরার আনন্দই বাঁচিয়ে রেখেছে মফস্বলের মানুষদের। “মাছে -ভাতে বাঙালি “এখন মজে রয়েছে মৎস্য ধরিবার আনন্দে।