নিউজ ডেস্ক, ১১ জুলাই : মহিলাদের নিয়ে অনুষ্ঠিত উইম্বলডন ফাইনালে চ্যাম্পিয়ন হলেন অ্যাশলি বার্টি। প্রথমবার ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। ম্যাচের ফলাফল যথাক্রমে ৬-৩, ৬-৭(৪), ৬-৩। বহুদিন ধরেই ট্রফি জয়ের স্বপ্ন ছিল এই অস্ট্রেলিয়ান তারকা’র। শেষ পর্যন্ত উইম্বলডন ফাইনালে চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি।
উল্লেখ্য, ৪১ বছর আগে অস্ট্রেলিয়ার ইভন গুলাগং কলে প্রথম মহিলাদের বিভাগে উইম্বলডন ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমনকি তাকে উল্লেখযোগ্যভাবে স্মরণ করতে বিশেষভাবে ডিজাইন করা পোশাক পড়ে খেলতে নেমেছিলেন অ্যাশলি বার্টি। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা। প্রথম সেটে জয় ছিনিয়ে নিয়েছেন ৬-৩ এ। দ্বিতীয় সেটে অবশ্য ক্যারোলিনা প্লিসকোভা এগিয়ে আসেন। ৭-৪ এ জিতে যায় ক্যারোলিনা প্লিসকোভা। কিন্তু তৃতীয় সেটে প্রতিপক্ষকে জায়গা ছেড়ে দেয়নি অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। এই সেটে আবারও ৬-৩ এ জয়লাভ করেন তিনি। এর আগেও ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চোটের কারণে সরে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে ফরাসি ওপেনে চোটের কারণে নাম তুলে নেন। এরপরই উইম্বলডন এ কেমন পারফর্ম করবেন তিনি সে বিষয়ে জল্পনা চলছিল। উইম্বলডন ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে আবারও প্রমাণ করলেন অ্যাশলি বার্টি।
আরও খবর পড়ুন : দেওয়াল চাপা পড়ে মৃত্যু কিশোরের। শোকের আবহ পরিবারে