নিউজ ডেস্ক, ৬ আগস্ট : বার্সেলোনায় শেষ হলো মেসি অধ্যায়। বৃহস্পতিবার রাতে বার্সেলোনা ফুটবল ক্লাব সূত্রে জানানো হয়েছে লিওনেল মেসি আর থাকছেন না বার্সেলোনায়। অবশেষে দীর্ঘ বছরের সম্পর্ক শেষ হল।
স্পেন সংবাদমাধ্যম সূত্রে খবর ছিল, বৃহস্পতিবার নতুন চুক্তি সই করবেন লিও মেসি। কিন্তু আচমকাই সমস্ত কিছু ওলট পালট করে সামনে এল বার্সেলোনা ছাড়তে চলেছেন লিও মেসি। বিবৃতিতে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মেসি এবং ক্লাব দু’পক্ষই রাজি ছিল নতুন চুক্তি সই করতে। কিন্তু লা লিগার অর্থনৈতিক কাঠামোর জন্য সেই চুক্তি সই করা সম্ভব হচ্ছে না। তাই দু’পক্ষের তীব্র অনিচ্ছা সত্ত্বেও মেসিকে ছেড়ে দিলো বার্সেলোনা। উল্লেখ্য, বার্সেলোনার হয়ে লিও মেসি খেলেছেন ৭৭৮ টি ম্যাচ, গোল করেছেন ৬৭২ টি এবং এই ক্লাবটিমের হয়ে ৩৪ টি ট্রফিও জয় করেছেন তিনি। তবে পুরনো ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবার পর এবার যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসছে তা হল মেসিকে এবার কোন ক্লাবটিমে দেখা যাবে ? জোরালো ভাবে উঠে আসছে দুটি নাম। ম্যাঞ্চেস্টার সিটি এবং প্যারিস সাঁজা। এর আগেও বহুবার ইপিএলে বিভিন্ন ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছিলেন লিও মেসি। তবে বার্সা ছেড়ে তিনি যাননি। তবে শেষ পর্যন্ত কোন ক্লাবটিমে মেসিকে খেলতে দেখা যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে বিশ্ব ফুটবলে।
আরও খবর পড়ুন : মৃত্যু কমলেও ২৪ ঘন্টায় বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা