গাজোল, ১১ জুলাই : দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক নাবালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের শঙ্করপুর এলাকায়। মৃত ওই কিশোরের নাম দেবব্রত সরকার, বয়স ১২. জানা যায়, শনিবার সকাল ১০ টা নাগাদ দেবব্রত ও তার দিদি দোতালার ছাদে দাড়িয়ে গল্প করছিল।
সেসময় আচমকা ছাদের রেলিং ভেঙ্গে মাটিতে পড়ে যায় ওই কিশোর এবং দেওয়ালের কিছু অংশ ধসে তার ওপরে পড়ে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। এরপর সেখানে রাত ১২ টা নাগাদ মৃত্যু হয় দেবব্রতর। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবার ও এলাকাজুড়ে।
আরও খবর পড়ুন : জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব