
আর সি টিভি সংবাদ , ৬মার্চ :অনলাইন প্রতারণা চক্রের স্বীকার এক ক্যাফে মালিক। মিথ্যা লোনের কথা বলে টাকা পরিশোধের জন্য দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে।হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানা পাড়ার বাসিন্দা অরিজিৎ রায় কিছু দিন আগেই একটি অনলাইন পরিষেবাপ্রদানকারী ক্যাফে খুলেছে।গত ৩১ শে জানুয়ারি অরিজিৎ রায় জানতে পারে তার আত্মীয়দের কাছে একটি অনলাইন লোন অ্যাপ থেকে তার নাম করে বিভিন্ন ফোন এবং মেসেজ আসছে।
আরও পড়ুন –শেষ মুহূর্তে বসন্ত উৎসবের মহড়া শহরে
যেখানে বলা হচ্ছে অরিজিৎ রায় অনলাইনে লোন নিয়েছিল। সেই লোন পরিশোধের কথা বলা হচ্ছে তার আত্মীয়দের। পরবর্তীতে অরিজিতের কাছে ফোন এবং মেসেজ আসতে থাকে। হুমকির ভয়ে সেই সময় অরিজিৎ পাঁচ হাজার সেই মোতাবেক সেই সংস্থা টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে তারা আরও টাকা দাবি করে।অরিজিৎ স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানানোর পর মালদা সাইবার ক্রাইমেও অভিযোগ দায়ের করে। পুলিশ সেই সময় তাকে তার ফোন নাম্বার পরিবর্তন করার পরামর্শ দেয়। কিন্তু বিভিন্ন কারণে অরিজিত সেই ফোন নাম্বার পরিবর্তন করতে পারেনি।গত একমাস ফোন এবং মেসেজ বন্ধ থাকার পর গত কয়েকদিন ধরে পুনরায় ক্রমাগত ফোন এবং মেসেজ আসতে শুরু করেছে।প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এরকম অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে অরিজিত এবং তার পরিবার।তদন্তের মাধ্যমে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছে অরিজিত।
