নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচনে বিজেপি ওয়ার্ড থেকে লিড পাওয়ায় পুর পরিষেবা স্তব্ধ বলে অভিযোগ উঠেছে বালুরঘাটের ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনিতে৷ এই প্রতিবাদে সোমবার বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বাসিন্দারা৷ সমস্যা সমাধানের দাবিতে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন এলাকাবাসী।
বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি
বালুরঘাট পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না বলে অভিযোগ। এমনকি এলাকার রাস্তা গুলিতে জঞ্জাল জমে থাকায় চলাচলের সমস্যা হচ্ছে তাদের। পাশাপাশি দিনের পর দিন রাস্তার পথ বাতি জ্বালানো হচ্ছে না। অন্ধকারে ডুবে থাকছে গোটা এলাকা। এ বিষয়ে পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে জানানো হলেও তেমন সুরাহা হয়নি।উল্লেখ্য লোকসভা ভোটে বালুরঘাট পৌরসভা এলাকায় ব্যাপক মার্জিন পায় বিজেপি। 25 টি ওয়ার্ডে ২৫ হাজার ভোটের মার্জিন পান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।যদিও বালুরঘাট পৌরসভা ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।