হরিশ্চন্দ্রপুর, ১৪ জুলাই : কৃষি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করার অভিযোগ উঠলো কৃষি দপ্তরের কর্মীর বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানিয়েও কোন পদক্ষেপ গৃহীত না হওয়ায় এবারে জেলা প্রশাসনের দ্বারস্থ হল হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকার বাসিন্দা প্রতারিত ওই যুবক।
জানা গিয়েছে, প্রায় চার বছর আগে এলাকার বাসিন্দা যোগেশ দাসকে কৃষি দপ্তরে চাকরী দেওয়ার নাম করে প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাৎ করে দিনেশ পারিহর নামে কৃষি দপ্তরের এক কর্মী।এমনকী তাকে পূর্ব মেদিনীপুরে সুতাহাটা ব্লকের চাকরি দেওয়ার জন্য ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয়।এরপর থেকেই ওই ব্যক্তির কাছে গিয়ে টাকার দাবি করলেও সে কোনো কর্ণপাত করেননি। বাধ্য হয়েই প্রতারিত যুবক ও তার বাবা ইংরেজবাজার থানার দ্বারস্থ হন।কিন্তু পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে তারা। প্রতারিত যুবক যোগেশ দাসের বাবা অতুল দাস জানান, সামান্য কয়েক বিঘা জমি ছিল তাদের। ছেলের ভবিষ্যত গড়ার জন্য তা বিক্রি করে খাপে খাপে এই টাকা ছেলের চাকরির জন্য দিয়েছিল অভিযুক্তকে । বর্তমানে চরম অসহায় অবস্থায় আছেন তারা।অন্যদিকে যোগেশ দাসের আইনজীবী সন্টু মিয়া বলেন, ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কাজ না হওয়ায় জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা।এরপরও যদি কোন ব্যবস্থা না হয় তাহলে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান তিনি।অন্যদিকে এব্যাপারে ক্যামেরার সামনে কোন বক্তব্য রাখতে চাননি অভিযুক্ত ব্যক্তি।