হরিশ্চন্দ্রপুর, ৩ আগস্ট : অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।অভিযোগ জানাতে গেলে উল্টে একঘরে পরিবার।ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। জানা গিয়েছে, গত ২১শে ফেব্রুয়ারি
অভিযুক্তের দিদি কিশোরীকে গল্প করার অছিলায় নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়।তার পর দিদার বাড়ি যাওয়ার ছুতোয় তার দিদি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই অন্য ঘর থেকে বেরিয়ে গলায় ছুরি ঠেকিয়ে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণ করে। কারও কাছে ফাঁস করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ করেছে নির্যাতিতা কিশোরী। কিন্তু কিশোরী অন্তঃসত্ত্বা হতেই পরিবার গোটা বিষয়টি জানতে পারেন। পরে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর পদক্ষেপ নিলে উলটে হুমকির মুখে পড়তে হয় তাঁদের। তবে গ্রামের কিছু প্রভাবশালী এবং তৃণমূলের কিছু নেতৃস্থানীয় লোকজন সালিশি সভায় বিষয়টি মিটিয়ে নিতে চাপ দেন বলে অভিযোগ ওই পরিবারের। যদিও সালিশি সভায় অভিযুক্তকে আড়াল করা হয়।রাজনৈতিক মহলে অভিযুক্তের ওঠাবসা থাকায় গ্রামে মেয়েটির পরিবার একঘরে হয়ে ঘিয়েছে বলেও অভিযোগ। এমনকী তাদের গতিবিধির উপরও নজর রাখা হয় বলেও অভিযোগ।সম্প্রতি ৫ মাসের অন্তঃসত্ত্বা মেয়েটি অসুস্থ হয়ে পড়লে একপ্রকার বাধ্য হয়ে গোপনে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার মা। রবিবার সন্ধ্যায় যুবকের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। যদিও অভিযুক্ত যুবক ততক্ষণে গা ঢাকা দিয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছে নির্যাতিতার পরিবার। অন্যদিকে
যদি তার ছেলে এই ঘটনায় জড়িত থাকে তবে ওই কিশোরীর দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন অভিযুক্ত যুবকের মা। অপরদিক্ব এই বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনার নিন্দায় সরব সমস্ত রাজনৈতিক মহল। তবে অভিযুক্তকে প্রশয়দানের সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।অন্যদিকে এই ঘটনায় অসহায় এই পরিবারটিকে ন্যায়বিচার দানে সবরকম সহায়ক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব কুমার ঘোষ। পাশাপাশি পুলিশ প্রশাসনকে এই ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। এছাড়া এই ধরনের অনভিপ্রেত ঘটনা রুখতে ব্লক প্রশাসনের তরফেনিয়মিত সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে জানিয়েছেন জয়েন্ট বিডিও বিপ্লব কুমার ঘোষ।