মানিকচক , ১২ আগস্ট : মালদা জেলা কৃষি দপ্তর এবং ভারতীয় পাট সংস্থার ব্যবস্থাপনায় উন্নত পদ্ধতিতে পাট পচানোর কৌশল সম্পর্কিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মালদা জেলার মানিকচকে। বৃহস্পতিবার মালদা জেলার মানিকচক ব্লকের শেখপুরা মোড় এলাকার পাট চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
পাশাপাশি পাট চাষে কৃষকদের সুবিধার্থে নানাপ্রকার সামগ্রী বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, উপকৃষি অধিকর্তা আইয়ুব আলী খান, কবিতা মন্ডল, জয় আমেদ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই বিষয়ে উপ কৃষি অধিকর্তা আইয়ুব আলি খান এবং মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল বলেন, পাট পচানোর উন্নত কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হল পাট চাষীদের মানিকচকের শেখপুরা মোড় এলাকায়। সাধারণত পাট চাষীরা পাট পচানোর জন্য পাটের উপরে মাটি দিয়ে ও সাধারণ পদ্ধতি ব্যবহার করে থাকে। ফলে পাটের রং এবং মান নিম্নমানের হয়ে যায়। বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শিবির এর মধ্য দিয়ে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি পাট পচানোর জন্য উন্নত পদ্ধতিতে কালচার ক্রাইজাফ সোনা পাউডারের জীবাণুর মধ্য দিয়ে পাট পচানো হলে খুব সহজেই ১০ থেকে ১২ দিনের মধ্যে পাটের পচন হবে। পাটের মান খুব ভালো হয়। ফলে চাষিরা বাজারে দাম ভালো পাবে। পাশাপাশি এদিন পাট চাষীদের মধ্যে ক্রাইজাফ সোনা পাউডার বিতরণ করা হয়। এদিনের প্রশিক্ষণ শিবিরে পাট চাষীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক সম্পা হাজরা, উপ কৃষি অধিকর্তা আইয়ুব আলি খান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, মানিকচক ব্লকের বিডিও জয় আমেদ, মানিকচক ব্লক কৃষি আধিকারিক সঞ্চয় সাহা, কৃষি দপ্তরের আধিকারিক মহঃ সোয়েব আলী সহ এলাকার পাট চাষীরা। এই শিবিরের ফলে আগামীদিনে ভীষণভাবে উপকৃত হবেন এলাকার পাটচাষীরা।