হরিশ্চন্দ্রপুর, ৩ আগস্ট : নির্মাণের মাস কয়েকের মধ্যে ঢালাই রাস্তা ভেঙ্গে যাওয়ার ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে। এই নিয়ে বিক্ষুদ্ধ গ্রামবাসীদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়ে স্থানীয় যুব তৃণমূল নেতা। উল্লেখ্য, মহেন্দ্রপুরে এক জলাশয়ের পাশে ছয় মাস আগে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে প্রায় ৭০মিটার ঢালাই রাস্তানির্মিত হয়।
কিন্তু গত কয়েকদিন ধরে ওই রাস্তায় ফাটল দেখা দেয়। আচমকা রাস্তার অর্ধেক অংশ ধ্বসে পড়ে। বাকি অংশেও দেখা দিয়েছে বড় বড় ফাটল। ফলে যেকোন সময় বড়সড় দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।এমনকী ভয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াতও বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তা নির্মাণের ঠিকাদারি পেয়েছিলেন এলাকার যুব তৃণমূল নেতা রুস্তম আলির ভাই। এই ঘটনায় মোটা অঙ্কের কাটমানি খাওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের ওই নেতা আরও কয়েকজনের বিরুদ্ধে।অন্যদিকে এদিন এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন রুস্তম আলি নামে ওই তৃণমূল নেতা। বচসা থেকে ধীরে ধীরে হাতাহাতি শুরু হয়ে যায়।এমনকি বচসা চলাকালীন স্থানীয়দের ওই যুব তৃণমূল নেতা অশ্লীল ভাষায় গালিগালাজও করে বলে অভিযোগ। পরে অন্যান্য নেতৃত্বরা এসে পরিস্থিতি সামাল দেয়।যদিও নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে রুস্তম আলির দাবী, বৃষ্টিতে মাটির তলায় জল ভরে গিয়ে এমন ঘটনা ঘটেছে। অন্যদিকে এবিষয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব কুমার ঘোষ বলেন,রাস্তার ভেঙ্গে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন : ছুরি ঠেকিয়ে ধর্ষণ নাবালিকাকে, অভিযোগ জানাতে একঘরে পরিবার