নিউজ ডেস্ক , ১৮ নভেম্বর : আজ থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হল৷ চলবে আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। সংযোজন, বিয়োজন, নাম-ঠিকানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সংশোধনের কাজ আজ থেকেই শুরু হচ্ছে। ২০২১ সালের পয়লা জানুয়ারি যাদের বয়স ১৮ হবে, তাঁরা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন।
বুথ লেভেল অফিসার- বি এল ও-রা সপ্তাহে দু’দিন শনি ও রবিবার বুথে বসবেন। উল্লেখ্য, বছর পেরোলেই একুশের বিধানসভা নির্বাচন। ফলে সেই নির্বাচনের দিকে তাকিয়ে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে সংযোজন, বিয়োজন, নাম-ঠিকানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সংশোধনের কাজ গুলি আগামী ১৫ ই ডিসেম্বরের মধ্যে শেষ করতে চাইছে নির্বাচন কমিশন। সেই মতো রাজ্যের সমস্ত জেলায় এই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। পাশাপাশি যারা জানুয়ারি মাসে পয়লা তারিখে ১৮ পূর্ণ করবেন তাঁরাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। কিছুদিন আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করে। সব দলই নিরপেক্ষভাবে তালিকা সংশোধনের কাজ পরিচালনার দাবি জানিয়েছিল।