নিউজ ডেস্ক, ১৮ নভেম্বর : নগদ অর্থ জোগানের অভাবের জেরে দক্ষিণ ভারতের লক্ষ্মীবিলাস ব্যাংকে এক মাসের জন্য মোরাটোরিয়াম জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। ১৭ নভেম্বর থেকে আগামী ১ মাস লক্ষ্মীবিলাস ব্যাংকের কোনও গ্রাহক ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে না বলে জানিয়েছে কেন্দ্র।
কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি সামনে আসায় এর আগে বেশ কয়েকটি ব্যাংক মুখ থুবড়ে পড়েছিল। এমনকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি ছাড়াও ইয়েস ব্যাংকের অর্থনৈতিক ডামাডোল পরিস্থিতি নিয়ে এর আগেও এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারে তামিলনাড়ুর লক্ষীবিলাস ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করল তারা। জানা গেছে এই লক্ষীবিলাস ব্যাংকের বেশকিছু শাখা এবং প্রচুর গ্রাহক রয়েছে এরাজ্যেও। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ব্যাংক গ্রাহকদের মধ্যে। যদিও রিজার্ভ ব্যাংক জানিয়েছে জরুরী ক্ষেত্রে যেমন চিকিৎসা, বিবাহের মতো প্রয়োজনে ২৫ হাজার টাকার অধিক প্রয়োজন পড়লে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের অনুমতি সাপেক্ষে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা৷ তবে সাধারণত ২৫ হাজার টাকার বেশি কোন গ্রাহক টাকা তুলতে পারবেন না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। আর্থিক লোকসানের কারণে বেশকিছুদিন ধরেই সমস্যা চলছিল ওই ব্যাংকের। ব্যাংক কর্তৃপক্ষ সমস্যা মেটানোর চেষ্টা করলেও তা আর সম্ভব হয়ে ওঠেনি৷ অবশেষে হস্তক্ষেপ করে রিজার্ভ ব্যাংক। আগামী ১৬ ই ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে তারা৷ এনিয়ে এরাজ্যের গ্রাহকের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কেন বারবার এই ব্যাংকগুলি এভাবে নগদ জোগানের অভাবে কার্যত দেওলিয়া হয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।