ইটাহার, ২৬ জুন : বর্ষা চলে এলেও বেহাল নিকাশি ব্যবস্থার জেরে সমস্যায় পড়েছেন ইটাহারবাসী। উল্লেখ্য ইটাহার- চাঁচল রাজ্য সড়ক সম্প্রসারনের কাজ বছর খানেক ধরে শুরু হলেও তা চলছে একদমই ধীর গতিতে পাশাপাশি ইটাহার ব্লকের পোরষা থেকে উত্তর পাড়া এলাকায় রাস্তার দুই ধারের ড্রেন তৈরির কাজ কিছুটা হলেও বর্তমানে তা একবারেই বন্ধ।
যার জেরে সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর জল জমে যায় আর দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এছাড়াও রাস্তায় জল জমে যাওয়ায় ব্যপক ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। ইটাহার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক মফিজুদ্দিন আমেদ জানান, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে ইটাহারের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের দুর্ভোগের মুখে পড়তে হয়, একাধিক দোকানের সামনে বৃষ্টি হলেই দিনের পর দিন জল জমে থাকে ফলে ব্যবসার ক্ষতি হয়। এমনকি বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ইটাহার শহরে আসতেই চান না। দ্রুত সমস্যা সমাধানের জন্যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিধায়ককে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়াও দ্রুত সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন সর্বস্তরের মানুষ।অন্যদিকে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন বলেন, রাস্তার কাজ থমকে ছিল আমি নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে রাস্তার কাজ শুরু করেছি। বর্তমানে রাস্তার মধ্যে থাকা ইলেকট্রনিক পোল সরানোর কাজ চলছে। রাস্তার দুই পাশে ড্রেনের কাজ চলছিল কিন্তু বেশ কিছু এলাকায় জমি সমস্যা কারনে বর্তমানে তা বন্ধ রয়েছে। তবে দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নত করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক।
আরও খবর পড়ুন : খাওয়ার বিলি নিয়ে অঙ্গনওয়ারী কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের