
ডালখোলা, ২৩ জুন : চোরাই বাইক কাণ্ডে আবারও বড়সড় সাফল্য পেল ডালখোলা থানার পুলিশ। সোমবার বাইক চুরি কাণ্ডে ধৃত বিহারের দুই জন ও ডালখোলা থানার একজনকে জেরা করে বুধবার আরো তিনটি চোরাই বাইক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ডালখোলা থানার পুলিশ। এই নিয়ে টানা দুদিনের পুলিশি অভিযানে মোট পাঁচটি চোরাই বাইক উদ্ধার করলো ডালখোলা থানার পুলিশ।
উল্লেখ্য, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দু’টি চোরাই মোটরবাইক সহ তিনজনকে গ্রেফতার করে ডালখোলা থানার পুলিশ। ডালখোলা থানার বস্তাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃত ৩ জনকে জেরা করে অপর একটি চক্রের হদিস পান পুলিশকর্মীরা। বুধবার ডালখোলা থানার হাসান এলাকায় হানা দিয়ে সবুল রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি ওই এলাকা থেকে নম্বর বিহীন তিনটি চোরাই বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের অনুমান বহুদিন ধরে আন্তঃরাজ্য একটি বাইক পাচার চক্র সক্রিয় রয়েছে এলাকায়। এই পাচার চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তল্লাশি শুরু করেছেন পুলিশ আধিকারিকেরা। এপ্রসঙ্গে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল বলেন, মঙ্গলবার ডালখোলা থানা এলাকায় দুটি বাইক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদেরকে জেরা করে ওই চক্রের সাথে জড়িত আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নম্বর ও বৈধ নথি বিহীন আরো তিনটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত করে, এই চক্রের সাথে জড়িত সকলকে খুব শীগ্রই গ্রেফতার করা হবে।
আরও খবর পড়ুন: বিভিন্ন দাবীর ভিত্তিতে স্মারকলিপি প্রদান অবর বিদ্যালয় পরিদর্শককে
