
ইটাহার, ২৬ জুন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। শনিবার পশ্চিমবঙ্গ WBCS এক্সিকিউটিভ অফিসারস সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এবং ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় ইটাহার বিডিও অফিস চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন ইটাহার বিডিও অফিস চত্বরে রাজ্য সরকারের ভ্রাম্যমাণ গাড়িতে স্বেচ্ছায় রক্তদান করে কর্মসূচির সূচনা করেন এসডিও অর্ঘ্য ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি দুলেন রায়, কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রসন্ন কুমার ধারা, ইটাহার ব্লকের বিডিও আবুল আলা মাবুদ আনসার সহ অন্যান্য জেলা ও ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এদিন প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা গাছ প্রদান করা হয়। এদিন ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।
আরও খবর পড়ুন : কর্মী নিয়োগ করছে কলকাতা পুর নিগম
