আবারও ফিরছে দেব-ইধিকা জুটি! রঘু ডাকাতে সুযোগ পেয়ে কি বললেন কিশোরী? জানুন বিস্তারিত….

ছোট পর্দা থেকে সফর শুরু 

    ছোট পর্দা থেকেই সফর শুরু অভিনেত্রী ইধিকা পালের ( actress idhika paul ) । বলা চলে বাংলাদেশী নায়ক শাকিব খানের ( actor shaki b khan ) হাত ধরেই শুরুটা। প্রথমে অবশ্য তিনি ‘প্রিয়তমা’ বলে পরিচিত লাভ করেছেন সকলের কাছে। শাকিব খানের সঙ্গে প্রিয়তমার জুটি বাধার পর বেশ জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী ইধিকা পাল ( actress idhika paul ) । প্রিয়তমা ছবিটি হিট হওয়ার পর থেকে সকলের নজরে আসেন অভিনেত্রী ইধিকা পাল। এরপর জায়গা করে নিলেন দেবের খাদান ছবিতে ( khadaan film ) । ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য অবশ্য দেবই তাকে অফার করেছিলেন। তারপরেই বর্তমান সময়ে ইধিকা পালকে সবাই চেনেন কিশোরী নামে। কারণ টা হলো, খাদান সিনেমায় একটি গান খুব জনপ্রিয়তা লাভ করেছে। সেখানে দর্শকরা প্রথমবার মধু ও লতিকার রসায়ন খুব পছন্দ করেছেন। বলা বাহুল্য সেই গানের নামেই অভিনেত্রী ইধিকা পালের নামকরণ করেছেন অনুরাগীরা। খাদান ছবিতে ভিলেনের চরিত্রে যে জন ভট্ট্যাচার্য ( actor john bhattacharya ) অভিনয় করেছেন, তার সঙ্গেই সিরিয়ালে জুটি বেঁধে কাজ করেছিলেন ইধিকা পাল। আবারও খাদানের পর শাকিব খানের বরবাদ ছবিতেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে। সেই খবরও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। অনুরাগীরা অধীর আগ্রহে বসে রয়েছেন আবার কোন নতুন লুকে ধরা দেবেন অভিনেত্রী। এরপর আবারও দেবের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন অভিনেত্রী ইধিকা পাল ( actress idhika paul ) । সে কথা অবশ্য নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী।

    আবারও ফিরছে দেব-ইধিকা জুটি

      খাদানের পর আবারও দেব-ইধিকা জুটি দেখতে পারবেন দর্শকরা। ২০২৫ – এর পুজোতে রিলিজ হবে রঘু ডাকাত ( raghu dakat )। দেবের রঘু ডাকাত ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে ( actress idhika paul )। ছবিতে রঘু ডাকাতের চরিত্রে রয়েছেন দেব। তবে চরিত্র নিয়ে বেশি কিছু বলতে রাজি নন অভিনেত্রী। যতদিন যাচ্ছে ততই ধ্রুব চট্টোপাধ্যায়ের রঘু ডাকাত নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েই চলেছে। ইধিকা আগেই জানিয়েছিলেন যে, ফ্যান থেকে সরাসরি দেবের নায়িকা হওয়ার অনুভুতিটা। আসতে আসতে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রদের প্রকাশ্যে আনছেন দেব। সরস্বতী পুজোর দিন হবে ছবির মহরত। রঘু ডাকাতের জন্য প্রায় ৪ বছর অপেক্ষা করতে হয়েছে। খাদানের সাফল্যের পর শেষমেশ ছবির কাজ নিয়ে ভাবছেন ধ্রুব চট্টোপাধ্যায় ( dhruv chatterjee ) । ২০২৫ – এ আবারও পর্দা কাঁপাতে আসতে চলেছে দেবের রঘু ডাকাত ( raghu dakat )। তবে বাংলার বিভিন্ন জায়গা সহ এমনকি ছবির শুটিং মহারাষ্ট্রের হবে বলে জানা যাচ্ছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে ( actress sohini sarkar ) । তবে দুই নায়িকা কে কোন চরিত্রে দেখা যাবে সেটা অবশ্য জানা যায়নি । কিন্তু, সোহিনী সরকারের সঙ্গে এই প্রথমবার পর্দা ভাগ করে নেবেন দেব ( actor dev ) । তাই বলা যায় আবারও কিছু একটা ধামাকা আসতে চলেছে। এ ব্যাপারে খাদান সহবির সাফল্য নিয়ে অভিনেত্রী ইধিকা পাল হাসতে হাসতে বললেন, নতুন ছবিতে সুযোগ পেয়ে উচ্ছসিত অভিনেত্রী। ছবির শুটিং কবে থেকে হবে টা নিয়ে কোনো পরিকল্পনা হয়নি বলে জানান। অভিনেত্রী আরও বলেন, আমি খুব খুশি। এটাও দেবদার ড্রিম প্রজেক্ট ( dream project ) । সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুব খুশি । তাঁর সঙ্গে অনেক দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটাও খুব ভাল করে করতে হবে। তিনি আরও জানান, সোহিনীদির সঙ্গে এই প্রথম কাজ আমার। এর আগে সেই ভাবে কোথাও দেখা হয়নি। তবে সোহিনী দি খুবই ভালো। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ ওর। আশা করছি একসঙ্গে কাজ করে আমরা মনে রাখার মতো বহু মুহূর্তের সাক্ষী থাকবো।

      খাদানকে ছাপিয়ে যাবে রঘু ডাকাত?

        ২০২৪ সালে ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব অভিনীত খাদান চলচ্চিত্রটি ( khadaan ) । প্রায় এক সপ্তাহ ধরে ছবির প্রমোশনে গোটা টিমের সদস্যদের নিয়ে গোটা বাংলা টুর করেছেন। এই প্ৰথমবার কোনো বাংলা ছবির জন্য দেবের কঠোর পরিশ্রম দেখেছেন বাংলার মানুষজন। বাংলা ছবির জন্য মা বোনেদের ঘরে ঘরে গেছেন শুধুমাত্র দেব। আরেকটা কথা না বললেই নয়, টলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার নতুন নায়িকা নিয়ে বড় বাজেটের ছবি করার সাহস একমাত্র দেখাতে পারেন দেবই। ২০২৫ এও খাদানের ঝড় এখনো থামেনি। এখনো রমরমিয়ে চলছে দেবের খাদান। বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো সাফল্য লাভ করেছেন এই খাদান ছবির মাধ্যমে। ইতিমধ্যেই খাদানের পাশাপাশি রঘু ডাকাতের কথাও ঘোষণা করেছেন দেব। দেবের কথায়, ২০২৭ সালে বাংলা ছবির বক্স অফিস ৫০ কোটি ছোঁবে। দেব আরো বলেছেন খাদানকেও ছাপিয়ে যাবে রঘু ডাকাত।

        Next Post

        'মহামণ্ডলেশ্বর' পদ থেকে বহিস্কৃত মমতা কুলকার্নি! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন অভিনেত্রীর বিরুদ্ধে! জানুন বিস্তারিত....

        Tue Feb 4 , 2025
        Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email মমতার সন্ন্যাস নিয়ে আপত্তি! পরনে গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, খোলা কালো চুল ও কপালে তিলক। এভাবেই শুরু করেছিলেন নিজের জীবনের নতুন এক অধ্যায় ( a new chapter of life )।অঝোরে কাঁদতে কাঁদতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন […]

        আপনার পছন্দের সংবাদ

        RCTV Sangbad

        24/7 TV Channel

        RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

        error: Content is protected !!