বিনোদিনীর চরিত্রে শুভশ্রী?

২৩ জানুয়ায়ী প্রকাশ্যে এসেছে রাম কোমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী – একটি নটীর উপাখ্যান ( binodini-ekti natir upakkhyan ) । ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ( actress rukmini maitra ) । ছবির নিবেদক , যৌথ প্রযোজক দেব ( actor dev )। একদিকে বক্স অফিস কাঁপাচ্ছে দেবের খাদান। এখন সারা বাংলা এমনকি বাংলার বাইরে দেবের খাদান ছবির রমরমিয়ে চলছে। তবে দেবের কথায় এখন আসল ষ্টার ‘বিনোদিনী’ ওরফে রুক্মিণী মৈত্র। ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ( koushik ganguly ) । অন্যদিকে রাহুল বসু ( rahul bose ) অভিনয় করেছেন রঙ্গ বাবুর চরিত্রে। এখানেই শেষ নয়। চমক রয়েছে আরও। ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি ( actor om sahani ) । কয়েকটি গানের মাধ্যমেও প্রকাশ তাদের রসায়ন ( chemistry )। তবে বিনোদিনী মুক্তির কিছুদিন পরেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক রানা সরকার ঘোষণা করেন যে, তাঁর প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করবেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সেই ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ( actress subhasree ganguly ) । ব্যাস , আর তাতেই সমালোচনার ঝড় বাংলা সিনে পাড়ায়।
কি বললেন দেব?

বাংলা সিনেমায় পর পর দুই বিনোদিনী ( binodini )। একদিকে দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর ছবি প্রকাশ্যে এসেছে কিছু দিন আগেই। অন্যদিকে দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলিকেও বিনোদিনীর চরিত্রে দেখা যাবে, এমনই পরিকল্পনা চলছে । এই নিয়ে আপাতত শুরু হয়েছে জোর আলোচনা এবং সমালোচনা। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেগে গেলেন দেব ( actor dev ) । খানিকটা উচ্চস্বরে কথা বলতে শোনা গেলো তাঁর মুখে। বুধবার এই রাত তোমার আমার’ ছবির প্রিমিয়ারে আসেন দেব। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন । সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন যে, বিনোদিনীর পর আবার বিনোদিনী রিলিজ হচ্ছে? উত্তরে দেব বলেন, আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে। বাকিটা আমার জানা নেই। রুক্মিণীর মৈত্র বিনোদিনী- একটি নটীর উপাখ্যান মুক্তির পরই বড়পর্দায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিনোদনী হওয়া নিয়ে বর্তমান তরজা তুঙ্গে। দেবের সঙ্গে খানিকটা প্রতিযোগিতার কারণেই কি রাণা সরকারের এমন সিদ্ধান্ত সিদ্ধান্ত? প্রশ্ন তুলছে নেটপাড়া।
দেব-শুভশ্রী জুটি নিয়ে সমালোচনা

একসময় হিট জুটি বলতে দেব-শুভশ্রীর ( dev-subhasree ) জুটি খুব সমালোচিত ছিল। একসঙ্গে নানা ছবিতে কাজ করেছেন তারা দুজনেই। দেব-শুভশ্রী অভিনীত ছবি গুলি হল, পড়ান যায় জ্বলিয়া রে, রোমিও, চ্যালেঞ্জ, খোকাবাবু আরও অনেক। দুজনেই ছিলেন একই জগতের মানুষ। তাই তাদের প্রেমের সূত্রপাত টাও এখান থেকেই শুরু। সম্পর্কে থাকা কালীন একাধিক বার নেটিজেনদের নজরে এসেছেন দীপক অধিকারী ওরফে দেব ( actor dev ) এবং তাঁর প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ( subhasree ganguly ) । সম্পর্ক ভাঙ্গনের পরেও একসঙ্গে কাজ করেছেন তারা। তবে দুজনের মধ্যে কেউই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে খুব একটা পছন্দ করেন না। যখনই দেব-শুভশ্রীর প্রসঙ্গ উঠতো তখন সাংবাদিকদের সামনে বহুবার আবেগপূর্ণ হয়ে পড়তেন দুজনেই। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বহুবার কেঁদেই ফেলেছেন প্রাক্তন সম্পর্ক নিয়ে বলতে গিয়ে। দেবও তাঁর ব্যতিক্রম নয়। বহুবার প্রাক্তন প্রেমিকাকে তাদের সম্পর্ককে সম্মান দিয়ে এসেছেন। তবে বিচ্ছেদের দেব-শুভশ্রীর শেষ ছবি ধূমকেতু এখনও প্রকাশ্যে আসেনি। ছবির পরিচালক জানিয়েছেন, খাদান এবং সন্তান হিট হলেই এই ছবি রিলিজ করা হবে। এখন মূলত সেই ছবির অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।