রতুয়া, ৩০ আগস্ট : সংস্কারের অভাবে বেহাল অবস্থা রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া-মালদা রাজ্য সড়কের। দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকায় সমস্যায় নিত্যযাত্রীরা। রাস্তা সংস্কারের ব্যাপারে বিভিন্ন জায়গায় দরবার করা হলেও মেলেনি সুরাহা।
অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।উল্লেখ্য, মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্লক হলো রতুয়া। এই ব্লকের গুরুত্বপূর্ন পুখুরিয়া-মালদা রাজ্য সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল। পুখুরিয়া মোড় থেকে নওগামা মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। রাস্তা ভেঙে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে। খানাখন্দে ভরা কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আট থেকে আশি সকলেই। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হয় গাড়িচালক থেকে শুরু করে নিত্যযাত্রীদের। ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ হয়নি। রাস্তা সংস্কারের ব্যাপারে বিভিন্ন জায়গায় দরবার করা হলেও মেলেনি সুরাহা। অবিলম্বে এই বেহাল রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা।