বংশীহারী, ৩ সেপ্টেম্বর : কুপন পেয়েও ভ্যাকসিন না মেলায় বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশকারি এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, কাকে কবে ভ্যাকসিন দেওয়া তা নির্দিষ্ট করে বলা ছিল না কুপনে। ফলে কুপন প্রাপ্ত সমস্ত মানুষকে এদিন হয়রানীর মধ্যে পড়তে হয়।
কোভিড ভ্যাকসিন দেওয়া নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুপন বিলি করার কাজ শুরু হল দক্ষিণ দিনাজপুরে৷ যদিও জেলা প্রশাসন দুয়ারে কুপন পৌঁছে দিলেও অত্যাধিক ভিড়ে ভ্যাকসিন না পেয়ে সেন্টার থেকে ফিরতে হল সাধারণ মানুষকে। ফলে হয়রানির অভিযোগ তুলে এদিন বংশীহারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কুসকারি এলাকায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। জানা গিয়েছে এদিন বংশীহারি ব্লকের বিভিন্ন এলাকায় আশা এবং আইসিডিএস কর্মীরা বাড়ি বাড়ি ভ্যাকসিনের কুপন বিলি করেন। তারপরেও বিভিন্ন এলাকার মানুষ কুসকারি হাইস্কুলে ভ্যাক্সিনেশন সেন্টারে উপস্থিত হন টিকা নেওয়ার জন্য। কিন্তু ওই সেন্টার থেকে দিনে ২০০ জনের ভ্যাকসিন দেওয়ার পরিকাঠামো থাকলেও এদিন হাজারের উপরে লোক ভ্যাকসিন নিতে আসেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ওই সেন্টারে চরম বিশৃংখলা সৃষ্টি হয়। একদিনে এত জনকে টিকা দেওয়া যাবে না বলে জানানো হলে টিকা নিতে আসা মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাধারণ মানুষজনের অভিযোগ, প্রশাসনের উচিত ছিল মাইকের মাধ্যমে বা অন্যভাবে কাদের কবে কোথায় টিকা দেয়া হবে তা জানানো। অথচ সে সম্পর্কে কিছুই জানানো হয় নি। বংশীহারী বিডিও সুদেষ্ণা পাল জানান, শক্রবার থেকে কুপন সিস্টেমের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনের নির্দিষ্ট কোটা রয়েছে। কিন্তু সকলে জানতেন না বলে একসাথে প্রচুর মানুষ চলে এসেছেন। একদিনে সকলকে দেওয়া সম্ভব নয়। যতটা সম্ভব দেওয়া যায় তার চেষ্টা চলছে।