নিউজ ডেস্ক ,২২ই জানুয়ারি :দিদির দূত কর্মসূচিতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে বিধায়ক।প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি এবং স্বজন-পোষণের অভিযোগ তুলে বিধায়কের সামনেই ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর।রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল বিধানসভার অন্তর্গত কুশিদা অঞ্চলে। এদিন সেই অঞ্চলে দিদির দূত কর্মসূচিতে যান চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস, যুব তৃণমূল সভাপতি শেখর সাহা, কুশিদা অঞ্চল তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত উপপ্রধান মোহাম্মদ নুর আজম সহ অন্যান্য নেতৃত্ব। গড়রা এলাকায় বিধায়ক যেতেই বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। ওই অঞ্চলে মূলত পিছিয়ে পড়া চর্মকার সম্প্রদায়ের লোকেদের বাস। তাদের অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং স্বজন-পোষণ হয়েছে।কাটমানির বিনিময়ে দেওয়া হয়েছে ঘর। এমনকি অনেকে কাটমানি দিয়েও ঘর পাননি। কিন্তু যাদের পাকা বাড়ি তারা ঘর পেয়ে গেছে। তালিকায় অনেকের নাম আসার পরেও নাম বাদ যাওয়ার অভিযোগ।হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা শোভা দাসের স্বামী তথা তৃণমূল নেতা সুধীর দাসের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনেছে এলাকাবাসীরা এদিন বিক্ষোভের ফলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে বচসা এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। উপস্থিত স্থানীয় নেতৃত্বরা কোন রকমে পরিস্থিতির সামাল দেন।তবে গোটা ঘটনাকে আমল দিতে নারাজ বিধায়ক নিহাররঞ্জন ঘোষ।অধিকাংশ কাজই সম্পন্ন হয়ে গিয়েছে। কিছু সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুশিদা অঞ্চল সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মোহাম্মদ নুর আজম।
দিদির দূত কর্মসূচিতে আসা বিধায়ককে ঘিরে বিক্ষোভ এলাকাবাসী
