আক্রান্ত পরিবহণ কর্মী, প্রতিবাদে কর্মবিরতি

বালুরঘাট, ১ সেপ্টেম্বর : এক বেসরকারি যাত্রী পরিবহণ কর্মীকে মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের কামারপাড়া সংলগ্ন এলাকায়। প্রতিবাদে বালুরঘাট হিলি রুটের বাস সহ যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করে কর্মীরা। ফলে তীব্র সমস্যায় পড়েন যাত্রীরা।

জানা গিয়েছে বুধবার যাত্রী তোলাকে কেন্দ্র করে এক টোটো চালকের সাথে এক বাসকর্মীর বচসা বাধে। অভিযোগ ওই টোটো চালক বাসকর্মীকে মারধর করে এমনকি পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে টোটো চালকের বিরুদ্ধে। বাস কর্মী আক্রান্ত হওয়ার প্রতিবাদে এদিন দুপুর থেকে বালুরঘাট – হিলি রুটের সমস্ত বাস, ট্রেকার চলাচল বন্ধ করে দেন ক্ষুব্ধ বেসরকারি যাত্রী পরিবহন কর্মীরা। দ্রুত ওই অভিযুক্ত টোটো চালককে গ্রেফতারের দাবি তোলেন তারা। এদিকে হঠাৎ করে বালুরঘাট হিলি রুটের সমস্ত বাস, অটো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ওই রুটের যাত্রীরা।

Next Post

ইডির তলবে দিল্লিতে গেলেন না রুজিরা

Wed Sep 1 , 2021
নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর : কয়লাকান্ডের তদন্তের জন্যে ইডির তরফ থেকে বুধবার দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। তবে কোভিড পরিস্থিতিতে দিল্লি যাওয়া সম্ভব নয়, কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে মেইল মারফত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনিরুজিরা তাঁর আবেদনে লিখেছেন, “আমি দুই সন্তানের […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম