নিজস্ব সংবাদদাতা , চাকুলিয়া , ১৪ ডিসেম্বর : ট্রাক্টর ও বাইকের মধ্যে সংঘর্ষে মৃত ২ জখম আরও ২। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পারোল এলাকায়। মৃত ওই নাবালিকার নাম মাজিবি খাতুন (১২)। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই নাবালিকার মা- ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।তার নাম দিলারা খাতুন (৪০)।
তাদের বাড়ি চাকুলিয়া থানার গোয়ালগাঁও এলাকায়। অন্যদিকে, এঘটনায় আহতদের উদ্ধার করে চাকুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা সংকট জনক । স্হানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মির্জাদপুর থেকে বাড়ি ফেরার সময় একটি ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষ হলে ঘটনা স্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনার খবর জানাজানি হতেই ভিড় জমায় এলাকার সাধারন মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। মৃত দেহটি উদ্ধার করে এরপর ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ট্রাক্টরের চালক পলাতক। ঘটনার তদন্তে শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।