
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৯ ফেব্রুয়ারি : বিধায়ক তহবিলের বরাদ্দকৃত অর্থে মহাশ্মশান ঘাটে ‘বৈতরণীঘাট’ প্রকল্পের কাজের সূচনা হলো ইটাহারে। শুক্রবার ইটাহার ব্লকের জয়হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর মহাশ্মশান ঘাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য।
বিধায়ক তহবিলের প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে শ্মশানঘাটের সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হবে। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, পঞ্চায়েত প্রধান প্রশান্ত বর্মন, অমিত গাঙ্গুলি, জামিন মুর্মু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিলের বরাদ্দকৃত অর্থে মহাশ্মশান ঘাটে ‘বৈতরণীঘাট’ প্রকল্পের সূচনা হল ইটাহারে। শুক্রবার ইটাহার থানার জয়হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর মহাশ্মশান ঘাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক অমল আচার্য্য। এদিনের অনুষ্ঠানে এলাকাবাসীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। জানা গেছে বিধায়ক তহবিল এর প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থের সম্পূর্ণ শ্মশানঘাটের সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হবে। এর ফলে উপকৃত হবেন এলাকার স্থানীয় বাসিন্দারা। বিধায়ক অমল আচার্য্য বলেন, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল গোপালনগর গ্রামের মহাশ্মশান ঘাটের উন্নতিকরণের। সেইমতো বিধায়ক তহবিল বরাদ্দকৃত অর্থে এলাকার শ্মশানঘাটকে সাজিয়ে তোলা হবে। সেই কাজের সূচনা করা হলো শুক্রবার। এর ফলে উপকৃত হবেন কয়েকটি গ্রামের সাধারণ মানুষেরা। অপরদিকে গোপালনগর শ্মশানঘাটের সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
