করোনার দাপট অব্যাহত, আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পার করল ভারত

করোনার দাপট অব্যাহত, আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পার করল ভারত

নিউজ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : ভয়ংকরভাবে দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা (CORONA) আক্রান্তের সংখ্যা। বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পার করল গোটা দেশে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে ৯০ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯০ জনের।

ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ হাজার ৬৬ জন। তবে আতঙ্কের মধ্যে সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৯০ হাজার মানুষ সুস্থ হয়েছেন। ফলে এই মুহূর্তে মোট করোনা জয়ীর সংখ্যা ৩৯ লক্ষ ৪২ হাজার ৩৬১ জন।
কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷ প্রতিদিন বহু মানুষ গোটা দেশজুড়ে আক্রান্ত হচ্ছেন৷ পাশাপাশি মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়৷ করোনা সংক্রমণ রোধে প্রতিদিন দেশের সাধারণ মানুষকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নানা সচেতনতামূলক পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানানো হয়

কিন্তু তা সত্বেও গোটা দেশেই হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বুধবার গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লক্ষের অধিক। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ২০ হাজার ৩৬০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৯০ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯০ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ হাজার ৬৬ জন। তবে আতঙ্কের মধ্যে সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৯০ হাজার মানুষ সুস্থ হয়েছেন। ফলে এই মুহূর্তে মোট করোনা জয়ীর সংখ্যা ৩৯ লক্ষ ৪২ হাজার ৩৬১ জন। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই মারণ ভাইরাস করোনার এই দাপট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।

Next Post

পৃথিবীর শীতলতম শহর আর বাসিন্দাদের কষ্টসাধ্য জীবনযাত্রা শুনলে চমকে যাবেন

Wed Sep 16 , 2020
ডিজিটাল ডেস্ক :  শীতকাল আমাদের কাছে আনন্দ,পিকনিক, টাটকা শাকসব্জী খাওয়ার জন্য প্রিয়। অনেকে ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে মাঝেমধ্যেই পাড়ি দেন শৈল শহরগুলিতে। তবে কনকনে ঠান্ডায় কার্যত গৃহবন্দী হয়ে যেতে হয় সাধারন মানুষকে। এই অল্প শীতে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে রাশিয়ার (Russia) একটি দুর্গম শহর, যেটিকে দুনিয়ার সবচেয়ে […]

আপনার পছন্দের সংবাদ