নিউজ ডেস্ক , ১৫ই সেপ্টেম্বর : ফের নাম বদল!! এবার আগ্রার মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম রাখল উত্তর প্রদেশের যোগী সরকার । আগ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজ সরজমিনে খতিয়ে দেখতে গিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
উল্লেখ্য, উত্তর প্রদেশর পর্যটন মন্ত্রকের অধীনে ১৪১ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে এই মিউজিয়াম, যার মূল পরিকল্পনা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। ২০১৬ সালে তিনি এই প্রকল্প ঘোষণা করেছিলেন। আগ্রায় উত্তর প্রদেশ পর্যটন মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীবাস্তব জানিয়েছেন, মিউজিয়াম নির্মাণের অধিকাংশ কাজই সম্পূর্ণ হয়েছে। লকডাউনের জেরে কাজ বন্ধ ছিল বলে প্রকল্প কিছুটা দেরি হয়েছে বলেও জানান তিনি।

এই নাম পাল্টানোর ঘোষণায় স্বাভাবিকভাবেই বির্তক দেখা দিয়েছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যঙ্গ করে বলা হয়েছে, যোগী সরকার উন্নয়ণ নয়, নাম পাল্টাতেই পারে তারা।