ডিজিটাল ডেস্ক : বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। করোনার দাপটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জনজীবন। চার বছর পর হওয়া টি টুয়েন্টি বিশ্বকাপ, অলিম্পিক গেমস সাময়িক স্থগিত রাখা হয়েছে করোনা ভাইরাসের ধ্বংশলীলার জন্য। তবে দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরূ হতে চলেছে আই পি এল ২০২০। তবে দেশের মাটিতে নয়, সংযুক্ত আরব আমির শাহির মাটিতে অনুষ্ঠিত হবে আই পি এল। সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে বিশ্বের ১২০ টি দেশে সরাসরি সম্প্রচারিত হবে সমস্ত ম্যাচ।
সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের দাবি, এবারে আরো বৃহৎ পরিসরে বিশ্বের প্রতিটি প্রান্তে দর্শকদের জন্যে টিভির পর্দায় সরাসরি পৌঁছে যাবে প্রতিটি ম্যাচ। বিশ্বের প্রায় ১২০ টি দেশের মানুষ সরাসরি সম্প্রচার দেখতে পাবেন প্রতিটি ম্যাচের। তবে পাকিস্তানের কোন সংস্থার সাথে লাইভ স্ট্রিমিং এর চুক্তি করেনি স্টার স্পোর্টস। শুধুমাত্র পাকিস্তানই নয় লাইভ স্ট্রিমিং থেকে বাদ পড়েছে চীনের নামও। যার ফলে চীন ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন না।
উল্লেখ্য ইতিপূর্বে লাদাখ ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে সীমান্ত। তার আঁচে ভারতের মাটিতে চীনা দ্রব্য বর্জনে গর্জে ওঠে দেশবাসী। সে সময় টিকটক সহ একাধিক অ্যাপ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে আরো ১১৮ টি অ্যাপ বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। যার ফলে নিষিদ্ধ হয়েছে যুবদের সবচেয়ে জনপ্রিয় গেম পাবজি। ভারতে গেমটি নিষিদ্ধ হওয়ায় চীনের অর্থনীতিতে অনেকটাই প্রভাব ফেলেছে। আগামী দিনে চীনের বেশ কিছু ক্ষেত্রে অনেকটা পরিমাণ ক্ষতির আশা করেছেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে লাদাখ আবহে আই পি এলের স্পনসরশিপ থেকে সরিয়ে দেওয়া হয় ‘ভিভো’ কে। তার জায়গায় আই পি এলের নতুন স্পনসর হয় ড্রিম ইলেভেন। এরপরই লাইভ স্ট্রিমিং থেকে বাদ গেল পাকিস্তান এবং চীনের নাম। বিভিন্ন অ্যাপের মাধ্যমে ম্যাচগুলির লাইভ স্ট্রিম করা হবে বিভিন্ন দেশে। ইতিমধ্যেই সেই চুক্তিও সেরে নিয়েছে স্টার স্পোর্টস। ভারতে মোট ৭ টি ভাষাতে শোনা যাবে ম্যাচের ধারাভাষ্য। স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে সম্প্রচারিত হবে ম্যাচগুলি। ভারত ছাড়াও বিশ্বের আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা সহ ১২০ টি দেশে দেখা যাবে লাইভ স্ট্রিমিং।