নিউজ ডেস্ক, ২৩ অক্টোবর : লাদাখ ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে সীমান্ত। তার আঁচ এসে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন চীনা অ্যাপ। এবারে বাঙালির দুর্গাপুজোতে তার রেশ এসে পড়ল। এবারের দুর্গাপুজোয় অসুর করা হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের পুজো মণ্ডপে।
মূলত করোনা আবহে দুর্গাপুজোকে ঘিরে উন্মাদনা বাড়ছিল উৎসবপ্রিয় বাঙালির। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপের ছবি ভাইরাল হতে থাকে নেট দুনিয়ার। তবে কলকাতার সমস্ত পুজোকে পেছনে ফেলে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় মুর্শিদাবাদের বহরমপুরের স্বর্গধাম সর্বজনীন ক্লাবের পুজো। উল্লেখ্য, লাদাখ ইস্যুতে প্রতিবাদে গর্জে ওঠে গোটা দেশ। বিভিন্ন প্রান্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কুশপুত্তলিকা দাহ করা হয়। এমনকি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর শ্রাদ্ধ শান্তির আয়োজন করা হয়। পাশাপাশি একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে পোড়ানো হয় চীনদেশের পতাকা ও চীনে তৈরী বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন। তবে এবারে অভিনব প্রতিবাদে সামিল মুর্শিদাবাদের বহরমপুরের স্বর্গধাম সর্বজনীন ক্লাবের পুজো।
ছবিতে দেখা যাচ্ছে দুর্গা মায়ের বাহন সিংহ অসুরের মাথা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। রক্ত ঝড়ে পড়ছে শিরচ্ছেদ করা অসুরের থেকে এবং নীচে পরে রয়েছে কাটা মাথা। উল্লেখযোগ্য বিষয় মাথাটি আর কারোর নয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। মৃৎশিল্পী অসীম পালের সুনিপুণ কাজে তা আরো প্রাণবন্ত। স্বাভাবিকভাবেই এখন কলকাতাকে ছাপিয়ে নেট দুনিয়ায় ভাইরাল বহরমপুরের স্বর্গধাম সর্বজনীন ক্লাবের পুজোর ছবি।