নিউজ ডেস্ক, ২২ অক্টোবর : ষষ্ঠীর সকালেই বাঙালি কাছে মন খারাপের খবর। পুজোয় ভিলেন হয়ে উঠতে পারে বৃষ্টি। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতার রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। ফলে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টিতে মাটি হতে পারে পুজোর আনন্দ উৎসব।
করোনা আবহের মধ্যে দুর্গোৎসবে মেতেছে আপামোর বাঙালি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষকে পুজোয় আনন্দ উৎসবের বার্তা দিয়েছে রাজ্য সরকার। এই আনন্দ উৎসবের মধ্যে আবহাওয়া দফতর নিয়ে এল মন খারাপের খবর। পুজোর চার দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ উপকূল। কিন্তু স্থলভাগে না ঢুকে সেটি অভিমুখ পরিবর্তন করে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে ধীরে ধীরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে এগোবে। ফলে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এলে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের কয়েকদিন যেতে মানা করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও হাওড়া, কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে মাটি হতে পারে পুজোর আনন্দ। বৃষ্টির সঙ্গে হতে পারে ঝড়ো হাওয়াও। নিম্নচাপের এই বৃষ্টির খবরে স্বাভাবিকভাবেই মন ভালো নেই আনন্দ-উৎসবে মেতে থাকা বাঙালির।