নিউজ ডেস্ক , ০২ ডিসেম্বর : এবারে গ্রাহকদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সুবিধা এনে দিল ভারত পেট্রোলিয়াম। কারণ ফোনে কল করে গ্যাস বুক করলে পয়সা ব্যয় হয় ৷ এবারে তাই রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে গ্রাহককে 7588888824 নম্বরে REFILL টাইপ করে হোয়াটসঅ্যাপ করতে হবে। তারপরই বুকিং হয়ে যাবে আপনার গ্যাস।
পাশাপাশি পয়লা নভেম্বর থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দিতে নতুন ব্যবস্থা চালু করেছে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম-সহ বিভিন্ন তেল কোম্পানি। এর নাম DAC বা ডেলিভারি অথেনটিকেশন কোড। এই ব্যবস্থায় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হচ্ছে। ডেলিভারি পার্সন গ্যাস সিলিন্ডার বাড়িতে ডেলিভারির জন্য এলে গ্রাহককে তেল কোম্পানির পাঠানো সেই অথেনটিকেশন কোড বা ওটিপি তাঁকে জানাতে হবে। তেল কোম্পানির তরফে জানানো হয়েছে, এই দু’টি কোড মিললেই তবে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা হবে। যদি গ্যাস ডিস্টিবিউটারের কাছে আপনার মোবাইল নম্বর বা ঠিকানা আপডেট না করে থাকেন এবং গ্যাস সিলিন্ডার বুকিং করেন ডেলিভারি বয়ের কাছে থাকা অ্যাপের মাধ্যমে তা করা যাবে বলে জানিয়েছে তেল কোম্পানিগুলি।