নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর : বেসরকারি বাসে হেনস্তার শিকার বিশেষ ভাবে সক্ষম এক মহিলা। বুধবার এই ঘটনাটি ঘটেছে মালদা থেকে রায়গঞ্জ গামী একটি বেসরকারি বাসে।
মুখ্যমন্ত্রীর দিল্লী সফরকে নাটক বলে কটাক্ষ শুভেন্দুর
অভিযোগকারী অর্চনা সরকার জানান, এদিন বেসরকারি বাসে ওঠার পর কন্ডাকটর ভাড়া চান। এরপর অর্চনা দেবী তার প্রতিবন্ধী কার্ড দেখান। কিন্তু কন্ডাক্টর তা মানতে নারাজ। এই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় চরম বাকবিতন্ডা। গাড়িতেই মহিলার সাথে দুর্ব্যবহার করা হয়। রায়গঞ্জ বাসস্ট্যান্ডে তাকে শারীরিক হেনস্তা করা হয় বলে অভিযোগ। এরপর রাতেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন বেসরকারি যাত্রীবাহী পরিবহন সংগঠনের জেলা সম্পাদক প্লাবন প্রামানিক।