মানিকচক, ১ আগস্ট : পাকা রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন মানিকচক ব্লকের ভুতনির শঙ্করটোলা দক্ষিণ চন্ডীপুর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী ও এলাকার কিছু লোকজন।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই নির্মাণকারী সংস্থা।
বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র।উল্লেখ্য, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দকৃত অর্থে সাত কিলোমিটার পাকা রাস্তার নির্মাণ কাজ চলছে দীর্ঘদিন ধরেই। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের রাস্তা সংস্কারের কাজ করছে ওই নির্মাণকারী সংস্থা। তবে এই রাস্তার কাজে নিম্নমানের অভিযোগ তুলে অনির্দিষ্ট কালের জন্য রাস্তার কাজ বন্ধ করে দিলেন দক্ষিণ চন্ডীপুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব সহ স্থানীয় বাসিন্দারা। নিয়ম মেনে সঠিক কাজ না হলে বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য রাস্তা নির্মাণ কাজ এমনটাই জানান বিক্ষোভকারীরা। একই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। দক্ষিণ চন্ডিপুর অঞ্চল তৃণমূল সভাপতি সৌমেন মন্ডল অভিযোগ করে বলেন, ঠিকাদার সংস্থা বারংবার ঢিলেঢালা মনোভাবের কারণে বছরের পর বছর পার হয়েছে রাস্তা নির্মাণ নিয়ে। তবে বর্তমানে যেভাবে রাস্তার কাজ করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। পেপার মার্বেলের কাজ সমস্তটাই মাটি দিয়ে করা হচ্ছে। নিম্নমানের সমস্ত সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। এই ভাবে রাস্তা করা হলে মানুষের যে সমস্যা তা থেকেই যাবে। তাই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই নির্মাণকারী সংস্থা সূত্রে জানা যায়, সঠিক নিয়ম মেনেই রাস্তার কাজের সংস্কার চলছে। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র।
আরও খবর পড়ুন : গাড়ি চালকদের মধ্যে বিবাদের জেরে বন্ধ বাস পরিষেবা,ভোগান্তিতে যাত্রী সাধারণ