নিজস্ব সংবাদদাতা, চাকুলিয়া : বিধানসভা ভোটের আগে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাম বিধায়ক আলি ইমরান রমজের গড়ে ভাঙ্গন। রবিবার বিকেলে সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লক থেকে কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রাব্বানী, তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মোশারফ হুসেন সহ অন্যান্য নেতৃত্ব। জানা গেছে ডি ওয়াই এফ আইয়ের জোনাল সম্পাদক ও সিপিআইএমের এড়িয়া সম্পাদক আব্দুল সামাদ কাদরি এদিন তরিয়াল, বিদ্যানন্দপুর সহ অন্যান্য এলাকার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন। বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সমসপুর স্কুল মাঠে এই দল বদল কর্মসূচি আয়োজিত হয়৷
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
নবী দিবসের দিন দুর্ঘটনায় মৃত বেড়ে ৪