নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ : স্বাস্থ্যবিধিকে অমান্য করে রায়গঞ্জের কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি মহিলা মোর্চা। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর অগ্নিমিত্রা পল জানিয়েছেন,রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার বন্ধ না হলে তারা রাস্তায় নেমে আন্দোলন করবেনই। উল্লেখ্য হেমতাবাদের বি জে পি বিধায়ক দেবন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর পর গত ৯ আগষ্ট তার পরিবারকে সমবেদনা জানাতে বালিয়ার বাড়িতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই দিনই বিন্দোলে প্রয়াত বিধায়কের স্মরনসভা অনুষ্ঠিত হয়। করোনা আবহে মিটিং মিছিল বন্ধ রাখার সরকারি নির্দেশ থাকলেও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই নির্দেশ অমান্য করায় তিনি সহ প্রায় একহাজার কর্মি সমর্থকদের বিরুদ্ধে বির্পযয় মোকাবিলা আইনে মামলা করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। সেই করোনা আবহের মধ্যেই দিলীপবাবুর পথেই হাঁটলেন মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল সোমবার হাজার খানেক মহিলা এবং পুরুষদের নিয়ে রায়গঞ্জ কর্নজোড়া থেকে বিশাল মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হয়েছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক ভবনের সামনের সব রাস্তা আটকে দেয় পুলিশ। মিছিল যাতে কোনোভাবেই ডিএম অফিসে ঢুকতে না পারে সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিলো। তৈরী রাখা হয়েছিল জলকামান ও কাঁদানে গ্যাসও। প্রথম ব্যারিকেডেই মিছিল আটকে দেয় পুলিশ। এসময় পুলিশের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় বিজেপি কর্মীদের। শেষ পর্যন্ত অগ্নিমিত্রা দেবীর নেতৃত্বে পাঁচ জনকে ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। এদিন অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন বিজেপির প্রতিনিধি দল। যদিও এদিন দলীয় কর্মি সমর্থকদের অধিকাংশের মুখে ছিল না মুখে মাস্ক,মানা হয় নি সামাজিক দূরত্ব।এপ্রসঙ্গে অগ্নিমিত্রা দেবী বলেন,মহিলাদের বুকের ব্যাথা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন।মহিলারা আজ সুরক্ষিত নয়।প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্বেও পুলিশকে কড়া হাতে দমন করার নির্দেশ দিচ্ছেন না।ফলে দুস্কৃতিরা বুক ফুলিয়ে মহিলাদের উপর অত্যাচার করছেন।মহিলাদের উপর এই অত্যাচার বন্ধ না হলে তারা রাস্তায় নেমেই আন্দোলন করবেন। পাশাপাশি চোপড়ার কিশোরী ও হেমতাবাদের দলীয় বিধায়কের মৃত্যুর সঠিক তদন্তের দাবীতে সরব হন তিনি। ” অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেন,” অগ্নিমিত্রা দেবী মিথ্যা অভিযোগ করছেন। প্রতিটি ঘটনায় সঠিক তদন্ত করছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তৎপর রয়েছে পুলিশ। প্রতিটি ঘটনাতেই অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। অথচ করোনা আবহে সামাজিক দূরত্ব না মেনে কর্মসূচী নিচ্ছে বিজেপি। মানুষ এর যোগ্য জবাব দেবেন।
আরও পড়ুন ……….ফের তৎপর ইডি। পাঁচ তৃণমূল নেতা-নেত্রী কে নোটিশ