নিজস্ব সংবাদদাতা, গোয়ালপোখর : এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের বেদবাডী গ্রামে। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে রক্তাক্ত ওই গলাকাটা মৃতদেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোয়ালপোখর থানার পুলিশ৷ জানা গেছে নিহত ওই ব্যক্তির নাম জাকির হোসেন। বয়স ৪৫৷ পেশায় ছিলেন শ্রমিক। তার বাড়ি গতি গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকায়। শনিবার বিকেলে এক ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে গিয়েছিলেন তিনি৷ তারপর এদিন সকালে বাড়ি থেকে দু’কিমি দূরে একটি কবর স্থান লাগোয়া ক্যানেলের ধার থেকে তাঁর গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, এক ব্যক্তির কাছে কিছু টাকা পেত জাকির হোসেন৷ সেই টাকা আনতে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে ওই ব্যক্তিকে গলা কেটে খুন করা হয়েছে৷
প্রমাণ লোপাটের জন্য ক্যানেলে দেহ ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে এলাকায় লোকজনের ভিড় জমে যায়।
আরও পড়ুন ……….প্রথম শ্যাম্পু তৈরী হয়েছিলো ভারতে