শাশ্বতী চক্রবর্তী, ১০ই সেপ্টেম্বর : বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের জন্মদিন৷ তিনি একাধারে পরিচালক, প্রযোজক পাশাপাশি তিনি লেখক ও অভিনেতা হিসেবেও নিজেকে যথাযথ প্রমাণ করেছেন। ১৯৭২ সালের আজকের দিনেই উত্তর প্রদেশের গোরখাপুরে জন্ম হয় এই বহুমুখী প্রতিভাবান ব্যাক্তিত্বের। অনুরাগ এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন। তাঁর বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। অনুরাগের পরিবারে প্রায় সকলেই সরকারি চাকুরীজীবি। অনুরাগ পড়াশোনা করেছেন প্রাণিবিদ্যা নিয়ে। হতে চেয়েছিলেন একজন বিজ্ঞানী। কিন্তু ‘বাইসাইকেল থিফ’ দেখে সিনেমার প্রতি তার আগ্রহ জন্মায়। সিনেমা তৈরির নেশার পাড়ি দিলেন মুম্বাইতে। এরপর শুরু হয়
কঠোর পরিশ্রম। হাজারও সমস্যাকে উপেক্ষা করে এগিয়ে চলেন অপ্রতিরোধ্যগতিতে। অনুরাগ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘পাঁচ’। ২০০৩ সালে নির্মিত এই ছবিটি সেন্সর বোর্ডের আপত্তির কারণে মুক্তি পায়নি। এরপর একের পর এক ছবি করলেও সেভাবে ছবিগুলো বক্সঅফিসে নিজের জায়গা করতে পারে নি। বলিউডে টিকে থাকতে অনুরাগ কাশ্যপ একসময় টিভির জন্য স্ক্রিপ্ট লিখেছেন।
বলিউডে অনুরাগের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালে একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে । ১৯৯৮ সালে বলিউডে যাত্রা শুরু করলেও অনুরাগ তার প্রত্যাশিত সাফল্য পান ১১ বছর পর ২০০৯ সালে। সে বছর মুক্তি পায় তাঁর পরিচালনায় ‘ডেভ ডি’ সিনেমা। এই ছবির পরেই তিনি আলোচনায় আসেন।
২০১০-এ ‘উড়ান’ ও “গ্যাংস অব ওয়াসিপুর” ছবির জন্য বলিউডে শীর্ষ পরিচালকদের তালিকায় জায়গা করে নেন তিনি। সিনেমার পাশাপাশি ওয়েবসিরিজেও একইরকম ভাবে সাফল্য অর্জন করেন তিনি। ২০১৮- তে তাঁর পরিচালনায় ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজটি অর্জন করে জনপ্রিয়তা। ২০১৯-এ মুক্তি পেয়েছে ‘স্যাকরেড গেমস’এর দ্বিতীয় সিজন।
তাঁর পরিচালিত অসাধারণ সিনেমার জন্যে তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ২০১৩ সালে ফ্রান্স সরকার তাকে “অর্দ্রে দেস আর্টস এট দেস লেটট্রেস” বা “নাইট অব আর্ট এন্ড লেটার্স ” পুরস্কারে ভূষিত করে ৷
আরও পড়ুন – অবসাদ – আত্মহত্যা ও কোভিড ১৯