নিউজ ডেস্ক , ১০ই সেপ্টেম্বর : ২৪ ঘন্টা পার হতে না হতেই বিএমসি এর নজরে এবার বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার (Manish Malhotra) ফ্যাশন স্টুডিও। গতকাল বৃহন্নুম্বাই কর্পোরেশনের তরফে বেআইনি অফিস নির্মাণের অভিযোগে ভেঙ্গে ফেলা হয়েছিল বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের অফিস। বৃহস্পতিবার একই অভিযোগে নোটিশ পাঠানো হয় মনীশ মালহোত্রার অফিসে।
মুম্বাই এর পালি হিলের নার্গিস দত্ত রোডে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিসের ঠিক পাশেই বিগত ১৫ বছর ধরে রয়েছে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার শোরুম। বিএমসি এর পক্ষ সেখানে যাবতীয় কাজ বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বিএমসি এর পক্ষ থেকে নোটিশ পাওয়ার পর মনীশ মালহোত্রার ম্যানেজার বলেন, “বিগত ১৫ বছর ধরে এখানে এই অফিস রয়েছে।
কখনও কোনো সমস্যা হয়নি৷ তবে অফিস নিয়ে বিএমসি এর যদি কোনো আপত্তি থাকে, তবে কি কি নথি দেখাতে হবে জানাক আমাদের। আমরা ওনাদের পুর্নাঙ্গ সহযোগিতা করবো”। এই ঘটনার পর থেকে বহু বলিউড সেলিব্রিটি বিএমসির এহেন পদক্ষেপের সমালোচনা করেন এবং কঙ্গনা রানাউতকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় বিএমসি এর নিন্দায় সরব হয়েছেন।