নিউজ ডেস্ক, ১০ সেপ্টেম্বর : ফ্রান্স থেকে ভারতে আসা রাফালের পাঁচ বিমান হরিয়ানার আম্বালা-য় অবস্থিত ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে স্থান পেতে চলেছে বৃহস্পতিবার। এদিন ভারতীয় সময় সকাল দশটায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে হরিয়ানার আম্বালায় অবস্থিত ভারতীয় বায়ু সেনার ঘাঁটিতে রাফালের আনুষ্ঠানিক অভিষেক। লাদাঘ সীমান্তে ভারত-চিনের উত্তপ্ত আবহে রাফালের এই আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য গত ২৭শে জুলাই ফ্রান্স থেকে রওনা হয়ে প্রায় ৭০০০ কিলোমিটার পথ অতিক্রম করে ২৯শে জুলাই ভারতের মাটিতে অবতরণ করেছিল রাফাল।
ফ্রান্সের বৃহত্তম যুদ্ধ বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাসোঁ অ্যাভিয়েশনের সাথে ২০১৬ সালে ৫৯ হাজার কোটি টাকার ৩৬টি যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছিল ভারত সরকার।
এদিনের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া,চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত,
ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি, বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া এবং নিরপত্তা সচিব অজয় কুমার।