নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর, ১৯ নভেম্বর : কালী পুজোর দু’দিন আগে এক যুবক খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সশস্ত্র দুষ্কৃতী হামলা। বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার প্রাণসাগরের বানিহারির আশ্রমপাড়া এলাকায় এক যুবককে গুলি করে একদল দুষ্কৃতী। গুলিতে গুরুতর জখম হন ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ ওই যুবকের নাম মতিউর রহমান(৩২)। বাড়ি গঙ্গারামপুর থানার নয়া বাজার এলাকায়। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী। এদিন সন্ধ্যায় ওই যুবককে গুলি করে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা৷ ঘটনায় রাস্তার উপরেই লুটিয়ে পড়েন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ওই যুবককে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য কালীপূজার দুদিন আগে এক যুবককে বাড়ির কিছুটা দূরে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ৷ ফের সন্ধ্যারাতে দুষ্কৃতীদের দ্বারা এক বস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমানসে। এঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাদের অভিযোগ, কোথা থেকে জেলায় বেআইনি আগ্নেয়াস্ত্র ঢুকছে? ভরসন্ধ্যায় টা যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন।