নিজস্ব সংবাদদাতা , কুশমন্ডি , ১৯ নভেম্বর : বন দফতরের রেঞ্জারের গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর৷ বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার সিওল এলাকায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গাড়ির চালককে বৃহস্পতিবার আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বন দফতরের গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার সিওল এলাকায়। দুর্ঘটনার সময় গাড়িতে বসেছিলেন বন দফতরের রেঞ্জার আব্দুর রাজ্জাক। পুলিশ সূত্রে জানা গেছে৷ মৃত দুই বাইক আরোহী নাম প্রভাত রায়(১৯) এবং শুভঙ্কর রায়(১৮)। তাঁদের বাড়ি কুশমন্ডি থানা এলাকায়। মোটর বাইক চালাচ্ছিলেন শুভঙ্কর রায়। বাইকের পেছনে বসে ছিলেন প্রভাত রায়। দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এদিন সন্ধ্যায় কুশমন্ডি থেকে ফরেস্ট রেঞ্জার গাড়িতে করে বাড়ি যাচ্ছিলেন। সেই সময় সিওল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক আরোহীদের সজোরে ধাক্কা মারে বন দফতরের গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক আরোহী। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। বন দফতরের ওই ঘাতক গাড়িটি আটক করা হয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় ফরেস্ট রেঞ্জারের গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সরকারি গাড়ির ধাক্কায় যেহেতু দুই বাইক আরোহী মৃত্যু হয়েছে তাই তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি তুলেছেন এলাকার লোকজন।