নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর , ১৮ নভেম্বর : বাংলাদেশে পাচারের আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার করল বিএসএফ ৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিলো তক্ষকটি।
সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীদের তাড়া করেন হিলি ব্লকের নর্থ আগ্রা ক্যাম্পের বিএসএফ জওয়ানেরা। পরিস্থিতি বেগতিক দেখে তক্ষকটিকে সেখানে ফেলে এলাকা থেকে চম্পট দেয় পাচারকারীরা। এরপর তক্ষকটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বি এফ এস। বুধবার তক্ষক টিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। বি এস এফ সিজারলিস্টে জানিয়েছে উদ্ধার হওয়া তক্ষকটির মূল্য ৩০ থেকে ৮০ লক্ষ টাকা। বনদপ্তরের রেঞ্জার নিখিল ক্ষেত্রী জানিয়েছেন বি এস এফ ওই তক্ষকটিকে উদ্ধার করেছে পাচারের সময়। তক্ষকটির ওজন ১১০ গ্রাম ৷ ১৪ ইঞ্চি লম্বা ওই তক্ষকটিকে বৃহস্পতিবার রায়গঞ্জ কুলিক ফরেস্টে পাঠিয়ে দেওয়া হবে।